Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্ষণ মামলায় কুমিল্লায় ছাত্রলীগ নেতা আটক

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় র‌্যাব-১৫ কক্সবাজার-এর হাতে আটক হন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক (৩৫)। র‌্যাব-১৫ এর সূত্র মতে জানা যায়, আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে কিশোরী বাদী হয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা করেন। উক্ত মামলায় অভিযুক্তরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র আরব আলী (২৭), চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জিলানী (৩৮), দেবিদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার পুত্র আবু কাউছার অনিক (৩৫) ও একই গ্রামের মনু মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৪০)।
জানা যায়, ১নং আসামি আরব আলী (২৭) ও ৩নং আসামি আবু কাউছার অনিক কয়েকদিন পূর্বে কুমিল্লার কোতয়ালী মডেল থানার অধীনে আমতলী পুলিশ ফাঁড়িতে আটক করার তথ্য পাওয়া গেছে। ১নং আসামি আরব আলী আটক থাকলেও ৩নং আসামি আবু কাউছার অনিক অদৃশ্য ক্ষমতার খুটির জোরে ছাড়া পায়ে যায়। ওই ঘটনার পর থেকে আবু কাউছার অনিকসহ অপর আসামিরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।
তবে র‌্যাব-১৫ এর হাত থেকে রক্ষা পাননি ধর্ষণে সহযোগিতাকারী ৩নং আসামি আবু কাউছার অনিক। সে নিজেকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে পরিচয় দেন। গত শনিবার দুপুরে র‌্যাব-১৫ সিপিএসসি অভিযান চালিয়ে কক্সবাজার কলাতলী এলাকার ভিআইপি আবাসিক হোটেল সোনার বাংলা থেকে মামলার ৩নং আসামি আবু কাউছার অনিককে আটক করে।
এ বিষয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল খাইরুল আলম রাত ৯টায় দৈনিক ইনকিলাবকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে। আমাদের কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ