রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্ব নদী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে নদী দুষণ ও দখল রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী এসএম রায়হান হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।
এ সময় সেখানে বাংলাদেশ স্কাউটস সম্পাদক কাওছার আহম্মেদ, কাব স্কাউট লিডার মো. মহিদুল ইসলাম, বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মোছা. আমেনা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।