Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:০২ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালাইট হাজিপাড়া মোড় এলাকার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকিব কালাই উপজেলার মোহাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় তিনি ছাত্র ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যাক্তি সাকিব নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলার নিশ্চিতা বাজার থেকে বাড়ি আসছিলেন আর আহত ব্যাক্তি মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বালাইট হাজিপাড়া মোড় এলাকার মহাসড়কে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলের দুইজনের মধ্যে সাকিব সড়কের ওপর পড়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনা কিছুক্ষণপর চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন দৈনিক ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রবিবার কালাই উপজেলার বালাইট হাজিপাড়া মোড় এলাকার মহাসড়কে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব নামের একজন ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত সাকিব এবার এইচ এস সি পরিক্ষার্থী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ