বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে খাবার হোটেলে খাবার খেতে গিয়ে দেলওয়ার হোসেন (৪৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর শহরের তাজির হোটেলে ওই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য হলেন, জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি মাঝাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। জানা যায়, নিহত দেলওয়ার হোসেন বাংলাদেশ আর্মি সার্ভিস বোর্ড এ ওয়ারেন্ট অফিসার চাকুরী করতেন। অবসর গ্রহণের পর তিনি সেনা কল্যাণ ট্রাস্ট ব্যাংকে চাকুরী নেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সৈয়দপুর তাজির হোটেলে খাবার খেতে হাত মুখ ধুয়ে হোটেলের খাবার টেবিলে বসতেই তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং হোটেলের মেঝেতে লুটিয়ে পড়েন। তাকে সৈয়দপুরের পুলিশ সার্জেন্ট আলমগীর হোসেন সহায়তায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে। নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত বলে ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।