Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর দু’পা বিচ্ছিন্ন মায়েরও মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৫ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছেলে জিহাদের (১০) মৃত্যুর পর তার মা মুক্তা বেগমেরও (৪২) মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয় শিশু জিহাদ। বিচ্ছিন্ন হয়ে যায় তার মায়ের দু’পা। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম আক্তার, ছোট ভাই জুনায়েদ (০৬) ও দাদী জাহানারাসহ অটোরিক্সার আরো ৭ জন যাত্রী।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এঘটনায় ট্রলির মালিক ও চালককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ