Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

টঙ্গী রেলস্টেশন এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মীর জোবায়ের কবির (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কবির রাজশাহী সিটি করপোরেশনের শাহ মখদুম থানার ছোট বনগ্রাম এলাকার মীর আহসানুল কবিরের ছেলে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, দুপুরে টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কবির। এ সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ