Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : এমপি হাসেম খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:২১ পিএম

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান বলেছেন, আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের নিশ্চিত। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাসেম খান এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য আবদুছ ছালাম বেগ প্রমুখ। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে প্রিন্সিপাল নজরুল ইসলাম, শাহজালাল মোল্লা, শাহ আলম, শফিকুল ইসলাম জিকু, মিন্টু সরকার, যগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, মনিরুল হক, জমির হোসেন ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন, ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির, ত্রাণ সম্পাদক শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মনির হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

প্রতিনিধি সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগেকে আরও গতিশীল করার লক্ষে প্রতিটি ওয়ার্ড কমিটি নতুন করে গঠন করতে হবে। এব্যপারে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ত করে ওয়ার্ড কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ