বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশ বিশেষ অভিযানে আদালতের পরোয়ানামূলে ৪ জুয়াড়িসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এসআই হাদিস উদ্দিনের নেতৃত্বে জুয়া মামলায় আদালতের পরোয়ানামূলে ৪ জন এবং সাজাপ্রাপ্ত একজনকে গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন, ভূগলী গ্রামের মৃত বাবর আলীর পুত্র ১ নম্বর তারাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আবুল কাশেসের পুত্র আতিক মিয়া, আলী হুসেনের পুত্র মো. এবাদুল মিয়া। গোহালকান্দি গ্রামের আলাল হুসেনের পুত্র আজিজুল মিয়া এবং তারাকান্দা থানার পরোয়ানাভূক্ত আসামি নগুয়া গ্রামের সামছল বেপারীর পুত্র মো. লাল মিয়া। এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল যথারীতি আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।