রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের সামনে গ্রামপুলিশের মিথ্যা হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী প্রায় ২ শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনকারীরা বলেন, বেতকা ইউনিয়ন ২নং ওয়ার্ডের গ্রামপুলিশ উত্তর বেতকা গ্রামের আবু মিল্কির মেয়ে মৌসুমী আক্তার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তার ভয়ে এলাকাবাসী আমরা সব সময় আতংকে থাকি। তিনি গ্রামপুলিশ হয়ে পুলিশের ড্রেস পরে থাকেন এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেন।
ভুক্তভোগী বৃষ্টি আক্তার বলেন, মৌসুমী আমাদের প্রতিবেশী। মৌসুমী তুচ্ছ ঘটনায় একবার আমার বাড়িতে ঢুকে আমার বাড়িঘর ভাঙচুর করে আমার লেপটপ এবং ১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
সাজেদা নামের ভূক্তভোগী এক নারী বলেন, মৌসুমী আমাকে চকিদারী চাকরি দিবে বলে আমার কাছ হতে ২০ হাজার টাকা নিছে। কিন্তু আমাকে চাকরি দিচ্ছেনা। আমি টাকা চাইতে গেলে সে আমাকে হুমকি দিচ্ছে আমাকে কিছুই করতে পারবিনা আমার চাকরি খেতে পারবিনা আমার শক্তি আছে। অপর ভূক্তভোগী মতিউর রহমান সরকার বলেন, মৌসুমী গ্রাম পুলিশ কিন্তু পুলিশের পোশাক পরে মানুষকে হুমকি দেয়, ওর জন্য এলাকার মানুষ ঠিকমতো বসবাস করতে পারেনা ও ডিসির থেকেও বেশি ক্ষমতা দেখায়। মানববন্ধনকারী জুয়েল বলেন, ও বেশ কয়েকবার আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করছে। পুলিশ সার্কেল অফিসে ও টঙ্গিবাড়ী থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ তদন্ত করে দেখছে আমরা নির্দোশ আমাদের একের পর এক মিথ্যা হয়রাণী করে চলছে। ভুক্তভোগী অপর নারী বলেন, তুচ্ছ কারনে গ্রাম্য পুলিশ আমাকে হয়রানি করছে। ওনার সাথে প্রতিবেশির জমি নিয়ে ঝগড়া ওই ঝগড়ায় আমরা জড়াই নাই। কিন্তু ওনি বলে আমরা ঝগড়ায় গেছি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার বাচ্চারা স্কুলে যায়না ওনার ভয়ে ওনি বাচ্চাদের পর্যন্ত ভয় দেখায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।