Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের হাসপাতালে দিলীপ কুমার

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অসুস্থ মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৩ বছরের এ অভিনেতাকে। অবস্থা স্থিতিশীল। সূত্রের খবর, পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। ডান পা ফুলে যায়, সেই সঙ্গে জ্বর। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাখা হয়েছে আইসিউ-তে। এর আগে গত এপ্রিলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে।
স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, এখন তার অবস্থা স্থিতিশীল। ভালো আছেন তিনি। চিন্তার কিছু নেই। গতকাল সকালে রক্ত পরীক্ষাও করা হয়েছে।
উল্লেখ্য, আগামী রোববার ৯৪ বছরে পা দেবেন পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত প্রবীণ এই অভিনেতা। স্ত্রী চান, জন্মদিনটা বাড়িতেই কাটান দিলীপ কুমার। পঞ্চাশ-ষাটের দশকে ফিল্ম দুনিয়ায় উজ্জ্বলতম নাম দিলীপ কুমার। ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘলে আজম’, ‘রাম অউর শ্যাম’-এর মতো বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন। ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ১৯৯৪ সালে পান দাদা সাহেব ফালকে পুরস্কার। ১৯৯৮ সালে সিনেমা জগত থেকে সরে আসেন। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয় তাকে। সূত্র : এবিপি আনন্দ ও জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ