Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে চাকরি

লালপুরে দুই প্রতারক আটক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন ফুলবাড়ি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. রোকন সরকার ও বাগাতিপাড়ার ডুমরাই সারদিয়ার গ্রামের মো. ফজলুর রহমান পটলের ছেলে মো. আশিক আলী নামের দুই প্রতারক। গত বুধবার তাদের আটক করে নাটোর জেলা কারাগারে প্ররণ করা হয়।
আটককৃতরা প্রতারণার মাধমে কম্পিউটারে ইডিটিং করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে চাকরির ভুয়া নিয়োগপত্র তৈরী করে চাকরির প্রত্যাশীদের নিকট হাতিয়ে নেন মোটা অঙ্কের অর্থ। গত মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে উপজেলার ওয়ালিয়া ইউপির ধুপইল বাজারে অভিযান চালিয়ে দুইটি ভূয়া নিয়োগ পত্র সহ প্রতারক রোকন সরকার ও আশিক আলীকে আটক করে র‌্যাব-৫।
নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, বাগাতিপাড়ার বাসিন্দা সোহান আহম্মেদ ও মহাসীন আলীর নিকট থেকে সেনাবাহিনীতে মেসওয়েটার ও পাম্প অপারেটর পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে দু’জনের কাজ থেকে ১১ লাখ ৯৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে দুটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন আটককৃতরা। পরবর্তীতে চাকরির প্রার্থীগণ নিয়োগপত্রে উল্লেখিত যোগদানের তারিখে সংশ্লিষ্ট অফিসে যোগদানের জন্য যোগাযোগ করলে বুঝতে পারেন যে উক্ত নিয়োগপত্র সঠিক নয় বা ভুয়া। পরে তাদের অভিযোগে নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক রোকন সরকার ও আশিক আলীকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ভুয়া নিয়োগপত্র, দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কৌশলে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরির দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে কম্পিউটারে এডিটিং করে বাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নিয়োগপত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন উপস্থিত জনসম্মুখে অভিযোগের সত্যতা স্বীকার করে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ