Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক কারবারিদের হামলায় তিন কর্মকর্তাসহ আহত ৬

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দেবিদ্বারে মাদকের চালান জব্দের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে তিন কর্মকর্তাসহ ৬ জনকে আহত করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতারপূর্বক গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আহতরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার উপ-পরিদর্শক মিজানুর রহমান, মুরাদ হোসেন, রূপন কান্তি পাল ও সিপাহী আজহারুল হক, ইমাম হোসেন ও আশিকুর রহমান।
এ ঘটনায় ৩ নারীসহ গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশরা গ্রামের আব্দুল মজিদের পুত্র দুলাল মিয়া, তার স্ত্রী অজুফা খাতুন, তাদের দু’পুত্র মাহফুজুর রহমান, মামুন মিয়া, দু’কন্যা নাঈমা ইসলাম, ফাহিমা আক্তার ও একই গ্রামের রাজ্জাক মিয়ার পুত্র আবু কালাম। গতকাল দুপুরে আদালতে সোপর্দ করলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তা উপজেলার বরকামতা ইউনিয়নের আশরা গ্রামের জলিল চৌকিদারের বাড়িতে অভিযান চালান। এ সময় ওই গ্রামের মাদককারবারী দুলাল মিয়ার নেতৃত্বে তাদের উপর আক্রমণ চালায়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর দৈনিক ইনকিলাবকে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দায়ের করা একটি মামলায় শুক্রবার দুপুরে ৭ জনকে আদালতে চালান করা হয়েছে। কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মাহ্বুবুল আলম জানান, মাদকের একটি চালান জব্দ করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ