Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি জাতীয়করণের দাবি

নওগাঁয় শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শতকরা ৫০ ভাগ মহার্ঘ ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা। গতকাল শুক্রবার ১১টায় শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান। লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষক-কর্মচারীদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে। করোনাকালীন সময়ে অনেক শিক্ষক তাঁদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। বর্তমান সরকারের সময় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে অনশন, বিক্ষোভসহ নানা ধরণের কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকার শিক্ষক-কর্মচারীদের কোনো দাবির প্রতি কর্ণপাত করেনি।
তিনি আরও বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ওই দিন শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন সময় শিক্ষক হত্যা, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে শিক্ষক কর্মচারি ঐক্যজোট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। দেশের সকল বেসরকারি শিক্ষক-কর্মচারী এই দাবির প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচিতে অংশ নেবে। আমাদের প্রত্যাশা ঘোষিত আন্দোলন কর্মসূচির আগেই সরকার শিক্ষক-কর্মচারীদের দাবিসমূহ মেনে নেবেন। এ সময় বাশিস জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব গোলাম সারোয়ার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুন নূর, শিক্ষক নেতা এরফান আলী, শফিউল্ল্যাহ সোনার, আমিনুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ