Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ২টি নৌকা, ৪ বোতল অবৈধ কীটনাশক, জালসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে স্টেশনের অধিনস্থ আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন সিরাজুল, আরাফাত, রবিউল সানা, বিল্লাল সরদার, মোশরাফ হোসেন, খায়রুল সরদার, মফিজুল ঢালী ও মোস্তাকিন সরদার। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ