Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কলাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাত জেগে পাহারায় গ্রামবাসী। গত বুধবার রাতে উপজেলার ধানখানী ও টিয়াখালী ইউনিয়নে ডাকাত দল প্রবেস করেছে ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়লে গ্রামে-গ্রামে লাঠি হাতে পাহারায় নামেন সাধারণ মানুষ। এমনকি বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে সাধারণকে সচেতেনতার বার্তা দেয়া হয়। এছাড়া তিন ব্যক্তির ছবি ডাকাত চিহ্নিত করে ফেসবুক মাধ্যমে পোস্ট দেয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। আর এতেই ছড়িয়ে পরে ডাকাত আতঙ্ক। ফলে ডাকাতদের প্রতিহত করতে পাড়ায়, মহল্লায় লাঠি হাতে বেড়িয়ে পরেন যুবক বৃদ্ধসহ সব বয়সী মানুষ। এদিকে শুধু গ্রামেই নয়, কলাপাড়া পৌর শহরের চিংগুড়িয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পরলে নিদ্রা উপেক্ষা করে ঘর ছেড়ে বেরিয়ে পরে জনতা। এমনকি গভীর রাতে মোবাইল ফোনে যোগাযোগ করে স্বজনদের সতর্ক বার্তা দেন অনেকেই। এছাড়া রাতে লাঠি হাতে পাহারা দেয়ার ছবি তুলে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করেন অনেক মানুষ। অপর দিকে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে কলাপাড়া থানা পুলিশের হাতে এক ডাকাত ধরা পরেছে বলে পোস্ট দেয়া হয়। এছাড়া বাকি ডাকাত দলের সদস্যরা ধানখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছে এমন গুজব ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পরেন ডাকাত আতঙ্কে থাকা বাসীন্দারা। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, পুলিশের পক্ষ থেকে ডাকাত ধরা হয়েছে কিংবা ডাকাত প্রবেশ করেছে এমন কোন তথ্য কাউকে দেয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পরেছে জানতে চাইলে তিনি জানান, এটা সম্পূর্ণ গুজব। তবে বুধবার রাতে চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা গুজব ছড়িয়েছে সে বিষয়টি আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ