রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামে ৩ জন সাইবার অপরাধীদের গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে স্মার্টফোন-১৪টি, সীম ৫টি, ল্যাপটপ ২টি, মাউস ৫টি, কীবোর্ড ৫টি, ক্যাবল ১৫টি, ব্যাংক চেক ১টি, স্ট্যাম্প ১টি, নগদ ৫৮০ টাকা, পাওয়ার ব্যাংক ১টিসহ সাইবার অপরাধী আসামি ১. মো. আতা রাব্বী (২০), পিতা মো. সাইদুল ইসলাম, সাং বাবনাবাজ, থানা পত্নীতলা। ২. মো. রাসেল হোসেন (২১), পিতা মো. লুৎফর রহমান, সাং-গসাইপুর, থানা-মহাদেবপুর, উভয় জেলা নওগাঁ। ৩. শ্রী মিঠুন কর্মকার (৩০), পিতা শ্রী হরিদাস কর্মকার, সাং-খানপুর, থানা-আমিনপুর, পাবনা। গ্রেফতারকৃত আসামিগণ বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁর পত্মীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।