Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে পুতুল মিস্ত্রী নামের এক মহিলা। সে উপজেলার মুশুরিয়া গ্রামের মন্টু মিস্ত্রীর স্ত্রী। সরেজমিনে গিয়ে জানা যায়, ওই মহিলা দীর্ঘদিন ধরে উঠতি বয়সের ছেলে মেয়েদের দিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত করে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে। তার এই অনৈতিক কর্মকাÐের প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। স্থানীয় শিক্ষক নিরাঞ্জন বৈষ্ণব গ্রাম পুলিশের সদস্য সুনিল পান্ডে শ্বশুর নরেন মিস্ত্রী, আন্দ্রিয় বাড়ৈ বলেন, গত ১৫ নভেম্বর ইউপি সদস্য মনোরঞ্জন বালার মেয়ে শৈলদাহ মুশুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মিতালী বালাকে স্কুলের যাবার সময় পুতুল নামের ওই মহিলা ডেকে নিয়ে তার খদ্দের পার্শ্ববর্তী ডাসার থানার শশিকর গ্রামের বিশ্বশ্বর বৈদ্যের বখাটে ছেলে মিনার বৈদ্য ওরফে মুকুল এবং মুশুরিয়া গ্রামের সন্তোষ গাইনের ছেলে বঙ্কিম গাইনকে দিয়ে অসামাজিক কার্যকলাপ করানোর চেষ্টা করে। এ সময় মিতালী ওই মহিলার ষড়যন্ত্র টের পেয়ে দৌঁড়ে পালিয়ে নিজেকে আত্মরক্ষা করে ঘটনাটি আমাদেরকে জানায়। তখন মেম্বার আমাদেরকে নিয়ে তার মেয়েকে কেন ডেকে নেওয়া হয়েছে জানতে চাওয়ায় পরের দিন পুতুল বাদি হয়ে মেম্বার মনোরঞ্জন বালার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষনের মামলা করে। এর আগেও সে লক্ষণ মিস্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। পুতুলের আপনজনেরা বলেন আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছি আপনারা যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিবেন এতে আমাদের কোন অভিযোগ থাকবে না। ওই ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা বলেন, পুতুল মিস্ত্রীর নামে এক মহিলা এলাকায় খারাপ কাজ করে বেড়ায় এবং নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে বিভিন্ন মানুষের থেকে অভিযোগ পেয়েছি। ওই মহিলার কর্মকাÐের সম্পর্কে এলাকার বৃদ্ধ, যুবক ও মহিলারা পুতুলের কঠোর শাস্তির দাবী করে মিথ্যা মামলার হয়রানি ও যুব সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ