রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশুগঞ্জ (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ২ দিন বন্ধ থাকার পর গতকাল বধুবার সকালে কারখানার উৎপাদন পুনরায় চালু হয়েছে। এতে কারখানায় প্রতিদিন ১২শ’ মেট্রিক টন হিসেবে ২ দিন বন্ধ থাকায় প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গত ২২ নভেম্বর কারখানা চালু হয়। কিছুদিন যেতে না যেতেই গত ৪ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টায় কারখানার এ্যামনিয়া প্লান্টের রেন্ডফিল্ড বাল্ব এয়ার লাইনের ক্রটি দেখা দিলে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে কারখানার উৎপাদন ২ দিন বন্ধ থাকার পর বধুবার সকালে কারখানাটি পুনরায় সার উৎপাদন শুরু হয়। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গত রোববার রাত সাড়ে ৮টায় কারখানায় যান্ত্রিক ক্রটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ২ দিন পর বধুবার সকালে পুনরায় কারখানার ইউরিযা সার উৎপাদন চালু হয়েছে। তবে কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়া ভুক্ত ৭ জেলায় সরবরাহে সার সংকটের কোন সম্ভাবনা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।