রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই শ্লোগান নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নরসিংদীর সির্ভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন নরসিংদী সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া। ডা. সুলতানা রাজিয়া জানিয়েছেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে ১টি নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি করে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে নরসিংদী জেলার ৬টি উপজেলায় ৬ থেকে ১১ মাসের ৩৪ হাজার ৩০২ টি শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ২৪ হাজার ৮১০টি শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাইয়ে দেয়া হবে। আগামী ১০ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ১ হাজার ৮১৮টি কেন্দ্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।