Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল দফতরিকে ছুরিকাঘাত

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে ৭ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার দফতরিকে ছুরিকাঘাত করে আহত করেছে সাফি তালুকদার নামে বখাটে। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের সেলিম তালুকদারের ছেলে। আহত সুলতান মাহমুদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি। জাহাঙ্গীরগাতী-চকসরাপপুর-বোয়ালীয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ জানান, প্রায়ই ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসার পথে উত্ত্যক্ত করত ঐ বখাটে । আজও বিদ্যালয়ে আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে পাশের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি সুলতান মাহমুদ প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে স্কুলের ভিতর প্রবেশ করে প্রকাশ্যে পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বখাটে সাফি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। অপরদিকে স্কুলের শিক্ষক ও ছাত্ররা বখাটেকে আটক করে থানা পুলিশে সপর্দ করেছে। স্কুলের সভাপতি মো. জহুরুল ইসলাম মাস্টার বখাটে শফির শাস্তি দাবি করেছেন। এব্যাপারে তাড়াশ থানা ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বখাটেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ