Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে পিস্তল-গুলিসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

দেশি তৈরি পিস্তল, আট রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বরগুনার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের মৃত. আমজেদ হাওলাদারের ছেলে ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেন, গৌরনদীর চর রমজানপুর গ্রামের মো. সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম, পটুয়াখালীর পসারবুনিয়া গ্রামের মৃত. আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা, বরগুনার আমতলীর ছোটবগি গ্রামের মো. আ. কাদের প্যাদার ছেলে হারুন, একই জেলার বেতাগী উপজেলার মো. সৈয়দ ফকিরের ছেলে মো. আমিনুল ফকির, পটুয়াখালী সদরের মো. সোহরাব সিকদারের ছেলে মো. ছগির সিকদার।

৬ ডাকাত গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ১১ জুন বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েত নগর এলাকার তানিয়া বেগমের বাসার ঘরের গ্রীল কেটে ডাকাত দল পরিবারের সকল সদস্যদের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে। ওই ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন তানিয়া বেগম।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. হেলাল উদ্দিন সহ পুলিশের একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশি তৈরি একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার, রেঞ্জ, প্লাস, চাপাতি, বাংলা দা, ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ