Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়ঁস ফ্রঁসেজে ইফতেখার উদ্দীন আহমেদের চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী ইফতিখার উদ্দীন আহমেদের ‘সার্চিং ফর স্পেস’ শিরোনামে চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ। প্রদর্শনীটির শুভ উদ্বোধন হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। বরেণ্য শিল্পী রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন। ইফতিখার উদ্দীন আহমেদের কাজগুলো যেন বিচ্ছিন্ন সরলরেখায়, কলমের আঁকিবুকিতে এবং বুননের বুদ্ধিদীপ্ত ব্যবহারে অতীত আর বর্তমানের মাঝে কথোপকথন। চক্রাকার বৃত্ত, ধ্বসে পড়া স্তম্ভ, ঘড়ি এবং চাবির আপাত-বিমূর্ত কম্পোজিশনে তিনি সময়ের উপাদানগুলোকে উদ্ভাসিত করে তোলেন। ইফতেখার উদ্দীন আহমেদ বলেন, আমার প্রিয় বিষয় হলো স্পেস, অন্যটি সময়। আমার পেইন্টিংয়ে বারবার যে মোটিফগুলো ফিরে ফিরে আসে সেগুলো হলো সিঁড়ি, চাকা, বৃত্ত, প্রাচীন মিসরীয় প্রতীক এবং পিরামিডের নকশা, যা তুলে ধরে স্পেস, ইতিহাস এবং সময়ের প্রতীকী উপস্থাপন। আমার পারিপার্শ্ব ও প্রতিবেশের সব ধরণের পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকি। ব্যক্তিগত কষ্ট, যন্ত্রণা এবং হতাশাকে তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে আমার রেখাগুলো বিচ্ছিন্ন কিংবা আঁকিবুকি বলে মনে হয়। বিভিন্ন পরিচিত-অপরিচিত ফর্মে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রায়শই বিভিন্ন কম্পোজিশনের মাঝে হঠাৎই প্রতীয়মান হয় বৃত্তীয় বা ত্রিভুজাকৃতি ফর্ম, ভাঙা স্তম্ভ, কলাম বা অজানা কোনো বস্তু। আমার সৃষ্টিতে একধরণের প্যানোরামা প্রভাব তৈরি করে। আশা, আকাক্সক্ষা, স্বপ্ন এবং দুঃস্বপ্ন হলো আবেগসঞ্জাত অনুভূতি আর অভিজ্ঞতা। এইসমস্ত উপাচার দিয়ে আমি বিচিত্র প্রতীকী ধারায় আামার ক্যানভাস চিত্রিত করি। ইফতিখার উদ্দীন আহমেদ কানাডায় বসবাসরত একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। তার জন্ম ঢাকায় ১৯৬০ সালে। চারুকলা ইন্সটিটিউট থেকে ড্রয়িং এবং পেইন্টিং-এর ওপর ১৯৮৬ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর, ফরাসি সরকারের বৃত্তি নিয়ে আধুনিক চিত্রকলার ওপর উচ্চতর পড়াশোনা করতে প্যারিসের আকাদেমিয়া দ্য লা শ্যমিয়েখ (১৯৯৩-৯৪)-এ যান। ১৯৯৪ সালে আয়োজিত আর্টিস্ট অফ দা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পেইন্টিংয়ে ১ম পুরস্কার, ৯ম এশিয়ান আর্ট বিয়েনাল (১৯৯৯), বাংলাদেশ চারুশিল্পী সংসদ বিয়েনাল (২০০০) এবং ন্যাশনাল আর্ট এক্সিবিশন (২০০১)-এ অনারেবল মেনশন ছাড়াও আরও অনেক অনেক পুরস্কার। প্রদর্শনীটি চলবে ৩০ সেপ্টেমবর পর্যন্ত। শনি থেকে সোমবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ