Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় আমাদের সিনেমার ব্যাপক সম্ভাবনা রয়েছে -অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

জনপ্রিয় নায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি গত সপ্তাহে মালয়েশিয়ার ১৬টি সিনেমা হলে মুক্তি পায়। এ সপ্তাহে আরও বেশ কয়েকটি হল যুক্ত হবে। সিনেমাটি মুক্তি উপলক্ষে অনন্ত ও বর্ষা মালয়েশিয়া যান। সেখানে সিনেমাটির প্রচার কাজে ব্যস্ত সময় কাটান। সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে দর্শকের সাথে বসে সিনেমাটি দেখেন। এত ব্যাপক পরিসরে মালয়েশিয়ায় বাংলাদেশের সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম। এ নিয়ে দেশটির বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যাপক সংবাদ প্রকাশিত হয়। এতে মালয়েশিয়ার দর্শকও বাংলাদেশের সিনেমা সম্পর্কে জানতে পারে। তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। অনেক মালয়েশিয়ান সিনেমাটি দেখতে হলে যান। বাংলাদেশের সিনেমা যে আধুনিক বিশ্বের সিনেমার মতো হতো পারে, তা জেনে তারা বিস্মিত হন। শুধু দর্শকই নয়, দেশটির বিভিন্ন প্রযোজক ও পরিচালক সিনেমাটি দেখে প্রশংসা করেন। ‘দিন দ্য ডে’ দেখে বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণেও তারা আগ্রহী হয়ে উঠেছেন। অনন্ত সেখানের প্রযোজক-পরিচালকদের সাথে মতবিনিময় করে আমাদের দেশের সিনেমার সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এতে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। অনন্ত জানিয়েছেন, বাংলাদেশের সাথে তারা যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে চাইলে তিনি ভালো প্রযোজনা সংস্থার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবেন। এতে দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধন সৃষ্টি হবে। দুই দেশের দর্শকও পারস্পরিক কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। অনন্ত জানান, আমি দুই দেশের মধ্যে সিনেমার ক্ষেত্রে একটি ‘ব্রিজ’ বা সেতু হিসেবে কাজ করতে চাই। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সিনেমা প্রসারে ভূমিকা রাখতে চাই। আমি নিজে যেমন যৌথ প্রযোজনার মাধ্যমে সিনেমাকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছি, তেমনি আমাদের অন্য প্রযোজকদেরও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করতে চাই। আমাদের প্রযোজকদের উচিৎ হবে দেশীয় সিনেমার বাজার সৃষ্টি করার জন্য এগিয়ে আসা। অনন্ত বলেন, যেহেতু আন্তর্জাতিক ব্যবসাটা বুঝি এবং ব্যবসার কারণে আন্তর্জাতিক পর্যায়ে আমার যোগাযোগ রয়েছে, তাই আমার পক্ষে সম্ভব বিভিন্ন দেশের প্রযোজনা সংস্থার সাথে আমাদের প্রযোজনা সংস্থার যোগাযোগ করিয়ে দিতে। মালয়েশিয়ায় যে ‘দিন দ্য ডে’ মুক্তি পেয়েছে, এতে প্রবাসী থেকে শুরু করে স্থানীয় দর্শকদের উচ্ছ¡াস দেখে আমি অভিভূত। আমি মনে করি, ‘দিন দ্য ডে’ মালয়েশিয়ায় আমাদের সিনেমার বাজার তৈরি করার দ্বার উন্মোচন করেছে। দেশটির সাথে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করলে এখানে আমাদের দেশের সিনেমার বাজার তৈরি করা সম্ভব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ