Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

১. ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান- শিবা মুভি
২. মিডল-ক্লাস লাভ
৩. চুপ : রিভেঞ্জ অফ দি আর্টিস্ট
৪. সরোজ কা রিশতা
৫. মাত্তো কি সাইকিল

মিডল-ক্লাস লাভ
২০১৭’র ‘শাদি পে জরুর আনা’র জন্য খ্যাত রতœা সিং পরিচালিত রোমান্স কমেডি ফিল্ম।
মফস্বলের তরুণ ইউদি শর্মার (প্রীত কামানি) বিশ্বাস মধ্যবিত্তরা ‘মিডলক্লাসেসিস’ নামে এক ভয়ানক ব্যাধিতে আক্রান্ত, এরা ‘পয়সা বাঁচাও’ ধারণার চারপাশে ঘোরে, আর তাই তাদের পক্ষে কুল (কেতা দুরস্ত) হওয়া সম্ভব নয়। কিন্তু ইউদির রয়েছে এক লাগসই পরিকল্পনা, তাতে সে তো ধনবান হবেই মধ্যবিত্ত চক্র থেকেও বেরিয়ে আসবে। সে তার ‘ভিআইপি’ টিকিট অর্জন করবেনই যে করে হোক। পরিকল্পনার প্রথম ধাপে সে এক অভিজাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, এবং সাইশা ওবেরয়ের (কাব্য থাপার) প্রেমে পড়ে। কিন্তু জীবন এতোটা সরল হতে পারে না, সাইশা ঠিক তার বিত্তের আয়ত্তে পড়ে না। তার জীবনে আসে আয়শা ত্রিপাঠী (ইশা সিং)। এক ত্রিভুজ প্রেমের শুরু হল কি?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ