Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

১. দ্য ওম্যান কিং
২. বারবারিয়ান
৩. পার্ল
৪. সি হাউ দে রান
৫. বুলেট ট্রেইন

দ্য ওম্যান কিং
জিনা প্রিন্স বাইথউড পরিচালিত বাস্তব কাহিনী ভিত্তিক অ্যাকশন-ড্রামা । ‘লাভ অ্যান্ড বাস্কেটবল’ (২০০০), ‘দ্য সিক্রেট লাইফ অফ বিজ’ (২০০৮), ‘বিয়ন্ড দ্য লাইটস’ (২০১৪), ‘দি ওল্ড গার্ড’ (২০২০) প্রিন্স বাইথউড পরিচালিত ফিল্ম।
ঊণবিংশ শতাব্দীতে আফ্রিকার দাহোমি রাজ্য। এই রাজ্যের নিরাপত্তার দায়িত্ব আগোজি নামে নারীদের এক যোদ্ধা দল। রণবিদ্যায় এদের দক্ষতা অতুলনীয়। পুরুষরাও অনেক ক্ষেত্রে এদের সঙ্গে পরে ওঠে এমনই তাদের প্রশিক্ষণ। সেই সময় শ্বেতাঙ্গ উপনিবেশবাদীরা দাহোমি রাজ্য দখল করার জন্য হামলা চালাবার পরিকল্পনা করে আর সেই খবর তাদের কাছে পৌঁছে যায়। জেনারেল নানিস্কাকে (ভায়োলা ডেভিস) তার রাজ্যের স্বাধীনতা রক্ষা করতে হবে। আসন্ন আগ্রাসনের রোখার জন্য জেনারেল নানিস্কা নতুন প্রজন্মের এক দুর্ধর্ষ নারী যোদ্ধার দল তৈরি করা শুরু করে। যাদের দক্ষতা আর ক্ষমতা পৃথিবীর মানুষ আর আগে দেখেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ