Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩১ পিএম

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তরের শেষ সীমানা সানবান্ধা গ্রামে কাশেম মিয়ার স’মিল এর পশ্চিম পাশে বনভূমিতে নির্মিত বিশাল তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৮লাখ টাকার তুলা পুড়ে ভস্মীভূত হয়েছে। উপরে সম্পদ পুড়ে ছাই হয়েছে।

জানা যায়, সখিপুর পৌরসভার লেপ তোষকের দোকানদার মোঃ শহিদুল ইসলাম সখিপুর পৌরসভার উত্তরের সীমান্তবর্তী এলাকায় বনবিভাগের জমিতে নিজস্ব একটি বড় তুলার গোডাউন তৈরি করে। সেখানে ৩/৪টি মেশিন বসিয়ে তুলা প্রক্রিয়াজাত করে নিজের দোকানসহ বিভিন্ন জায়গায় সাপ্লাই করে থাকেন। শীত মৌসুম আসন্ন সেজন্য তুলা বেশী করে মজুত করে রেখেছিলেন। এবারো তিনি প্রায় ৫০ লক্ষ টাকার তুলা মজুত করেছেন বলে তার ছেলে সাইফুল জানায় । বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহিদুলের ছেলে সাইফুল কারেন্টের মর্টারে সুইজ দেওয়ার সাথে সাথে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মুহুর্তেই আগুন জ্বলে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে আগুন ধরার প্রায় ২০-২৫ মিনিট পড়ে সখিপুর হতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।

সখিপুর ফায়ার সার্ভিস এর সাবঃ অফিসার লাভলু তরফদার বলেন-আমাদের সরাসরি ফোন দিলে আমরা কিছুক্ষণ আগে আসতে পারতাম কিন্তু ওনারা ৯৯৯ এ ফোন দিয়েছে সেটা হতে আমাদেরকে জানাতে সময় লেগেছে, আমরা দ্রুতই আসছি কিন্তু এই টুকু রাস্তায় এসএসসি পরীক্ষার তিনটি ভেন্যু থাকায় ১০মিনিট সময় বেশি লেগে গেছে।

এদিকে শহিদুল ইসলাম সংবাদ শুনেই অজ্ঞান হয়ে পড়েছেন ।

ফায়ার সার্ভিস ষূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এব ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৮লাখ টাকা। তবে ক্ষতিগ্রস্ত শহিদুলের ছেলে সাইফুল জানায়, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬০লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ