Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার যুক্তরাষ্ট্রের ৭০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫২ পিএম

গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। পরিচালক রায়হান রাফীর সিনেমাটি প্রথমে অল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ক্রমেই বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যা। দেশের দর্শকদের মুগ্ধ করে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘পরাণ’ । বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমীরা উপভোগ করবেন সিনেমাটি। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘‘পরাণ’ সিনেমাটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’

জানা গেছে, ‘পরাণ’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে।

টানা দুই মাস দেশের প্রেক্ষাগৃহে দর্শক চাহিদায় শীর্ষে ছিল সিনেমাটি। ‘পরাণ’ দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছে দর্শক। চলতি বছরের ব্যবসাসফল সিনেমার তালিকায়ও উঠে এসেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুন খুশি ‘পরাণ’ এর কলাকুশলীরা।

লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমায় শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান ছাড়াও আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ