Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে ভাসমান ১২ জেলে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার অদূরে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ভেসে থাকা ‘এফবি গাউসুল আজম’ নামে একটি মাছ ধরার নৌকা থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মা। গত মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। পরবর্তীতে জেলেদের কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে মালিকের নিকট নৌকাসহ হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- শামসুল আলম, শওকত আলম, নিশাদুর রহমান, স্বপন দাশ, নিজাম উদ্দিন, মো. নাছির, মো. বাদশা মিয়া, মো. আইয়ুব আলী, মো. মফিজ আলম, মো. হোসাইন, সুনীল দাশ এবং আবুল কালাম। তারা কুতুবদিয়া এলাকার বাসিন্দা।
আইএসপিআর জানায়, গত ১৫ সেপ্টেম্বর ১২ জন জেলেসহ নৌকাটি মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। পথিমধ্যে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ