Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে : | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

লক্ষ্মীপুরে চোরাই মটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন দাশেরহাট পশ্চিম বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার বাসিন্দা মো. ওসমান ও শাহজাহান। পুলিশ জানায়, দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক দাশেরহাট পশ্চিম বাজারস্থ জনৈক ইউসুফের চায়ের দোকানের সামনে সন্দেহজনক অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় দাশেরহাট ফাঁড়ির পুলিশ মোটরসাইকেলসহ তাদেরকে আটক করেন। চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন, মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ