Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লৌহজংয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ম অনুসারে প্রথম সভায় সভাপতি নির্বাচনের বিষয়টি ধার্য করা হয়। নির্বাচনে মেহেদী হাসান বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেনকে ৬-৩ ভোটে পরাজিত করে বিজয়ী হন। গত ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী চার পুরুষ অভিভাবক প্রতিনিধি, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুজন পুরুষ শিক্ষক প্রতিনিধি, একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ও একজন দাতা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব ও নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর। তাঁকে সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপার মো. সোহেল হায়দার খান। ১২০ বছরের প্রাচীন বিদ্যালয়টির সভাপতি নির্বাচন টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ