Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিপুত্রের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সালওয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৮ পিএম

নতুন প্রজন্মের অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এ প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। বর্তমানে বড় পর্দায় কাজ করছেন তিনি। গেল শুক্রবার বড় পর্দায় অভিষেক হয়েছে তার। প্রথম সিনেমা ‘বীরত্ব’ দিয়ে ভাল সাড়া পেয়েছেন এই অভিনেত্রী। এমন খুশির পরিস্থিতির মাঝেই খুনের হুমকি পেলেন সালওয়া।

হুমকি পাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। বুধবার (২১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান, প্রাক্তন সংসদ সদস্য নবাব আলী আব্বাস আলী খানের পুত্র নবাব আলী হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন।’

খুনের হুমকির ধারণা দিয়ে সালওয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে তার সঙ্গে থাকতে হবে, যদি আমি তার সঙ্গে না থাকি, তাহলে সে আমাকে মেরে ফেলবে। যেহেতু আমরা একটা সম্পর্কে ছিলাম, রিলেশনে থাকলে ব্যক্তিগত অনেক কিছুই থাকে। এখন সে আমাকে কন্টিনিউয়াস হুমকি দিয়ে যাচ্ছে যে, আমি যদি তার সঙ্গে না থাকি তাহলে সেগুলো সে পাবলিক করে দেবে এবং ভাইরাল করে দেবে।’

পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানান সালওয়া। তিনি বলেন, ‘আমি তার বোনকে জানিয়েছি বিষয়টি। কিন্তু তাদের পক্ষ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। তারা আমাকে বলেছে, হাসিব তো রাগ করে বলেছে।’

এদিকে নবাব আলী হাসিব খান এখন দেশে নেই বলে জানা গেছে। নবাব আলী হাসিব খানের বাবা সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস আলী খান মৌলভীবাজারের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায় ডা. দিনাতের চরিত্রে অভিনয় করেছেন সালওয়া। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এই সিনেমায় আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান আহসান হাবিব নাসিমসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ