Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে টিসিবির পণ্য পাচারের অভিযোগে আটক ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বিক্রির উদ্দেশ্যে পাচারের অপরাধে চারজনকে আটক করা হয়েছে। এ সময় বিক্রিত পণ্য ও পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাও এলাকায় এসব খাদ্যপণ্য আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডালসহ তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন- ট্রাকচালক বাঁশখালীর জঙ্গল গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে জিয়াউল হক (২৪), ট্রাকের হেলপার আনোয়ার হোসেনের পুত্র সাইফুল ইসলাম (২১), শ্রমিক আকতার হোসেনের পুত্র রেজাউল করিম বাবু (২০) ও নুরুল ইসলামের পুত্র বাপ্পু।

বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বাসসকে এখবর নিশ্চিত করেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ