Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন থেকে নিয়মিত অভিনয় করব-সাজ্জাদ হোসেন দোদুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল একসময় অভিনয় করতেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে নির্মিত চাষী নজরুলের ‘শিল্পী’ সিনেমায় দোদুল অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছিলেন। এই সিনেমার মাধ্যমে রুনা লায়লা প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছিলেন। দোদুল বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নির্মাণের দিকেই বেশি ঝুঁকে যান। নির্মাণের পাশাপাশি নাটকে অভিনয়ও করলেও দীর্ঘদিন বিরত ছিলেন। প্রায় ১৫ বছর তিনি অভিনয় থেকে দূরে। অবশেষে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। নিজের পরিচালিত ধারাবাহিক নাটক দিয়ে ফিরেছেন তিনি। তার নির্মিত এই ধারাবাহিকের নাম ‘মুসা’। গত ২ আগস্ট থেকে তারকাবহুল এই ধারাবাহিকটি বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহ¯পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। অভিনয়ে ফেরা প্রসঙ্গে দোদুল বলেন, অনেকেই আমাকে অভিনয়ে দেখতে চায়। অভিনয়ের জন্য তাদের থেকে এক ধরনের চাপ রয়েছে। অভিনয়ে আগ্রহ থাকলেও সেভাবে সময় দিতে পারছি না। অথচ অভিনয়কে ভালোবেসেই মিডিয়ায় এসেছিলাম। বিভিন্ন কারণে স্থায়ী হতে পারিনি। এরপর নির্মাণে ব্যস্ত হয়ে যাই। এবার সিদ্ধান্ত নিয়েছি নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত অভিনয় করব। মুসা’র গল্প নিয়ে দোদুল বলেন, এর গল্পটি অপরাধ জগত নিয়ে। নাটকটি লিখতে গিয়ে অনেককিছু স¤পর্কে খোঁজ খবর নিতে হয়েছিল। তবে এই গল্পে একেবারে সত্যি ঘটনা উঠে না এলেও একধরনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। এতে আমি রঘু চরিত্রে অভিনয় করেছি। এটি ভয়ংকর একটি চরিত্র। যার বাম চোখ অন্ধ, একজন পেশাদার খুনি। রাজধানী চলে রঘুর কথায়। একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে অভিনয়ে ফিরলাম। আশা করছি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ও রঘু চরিত্র পছন্দ হবে। উল্লেখ্য, সাজ্জাদ হোসেন দোদুল প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের বড় ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ