প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশি দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অভিনেত্রী মন্দাকিনী। বলিউডে একাধিক ছবি করলেও, ‘রাম তেরি গঙ্গা মাইলি’ চলচ্চিত্রে আইকনিক অভিনয়ের জন্য তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। তবে তিনি হিন্দি এবং আঞ্চলিক উভয় চলচ্চিত্র এই কাজ করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ১৯৯৬ সালের ‘জোরদার’ চলচ্চিত্রে। এরপরই তিনি অভিনয় ছেডে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে খুব শীঘ্রই তিনি একটি মিউজিক ভিডিওর মাধ্যমে দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন করছেন। ছেলে রাব্বিল ঠাকুরের হাত ধরে, তিনি চলচ্চিত্রে ফিরছেন। সম্প্রতি, অভিনেত্রী বিনোদন শিল্পে নিজের কেরিয়ারের দিনগুলির বিষয়ে মুখ খুলেছেন। যখন সেখানে পুরুষতন্ত্রের রাজত্ব চলছিল।
তিনি প্রকাশ করেছেন যে, সেই সময়ে মহিলা অভিনেত্রীদের খুব বেশি চাহিদা ছিল না। অভিনেত্রীদের শুধুমাত্র অভিনেতাদের সঙ্গে ৩-৪ টি গানে কয়েকটি রোমান্টিক দৃশ্য সৃষ্টি করার জন্য ব্যবহার করা হত। তিনি আরও বলেন, তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজের খ্যাতি অর্জন করার জন্যে। এমনকি তিনি আরও জানিয়েছেন যে, তখন অভিনেতা রা নিজেরাই ঠিক করে নিতেন যে, তাঁরা কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান। তখনই সেইসব অভিনেত্রীরা চলচ্চিত্রে স্বাক্ষর করতে পারতো।
তিনি আরও বলেন, সেই সময়টা পুরোটাই পুরুষভিত্তিক সময় ছিল। তখনকার দিনে নায়িকাদের খুব একটা চাহিদা ছিল না। যখন আমি সিনেমায় সাইন করতে শুরু করি, তখন এমন কিছু সিনেমা আমাকে দেওয়া হত, তা ইচ্ছে না থাকলেও করতে হত। আমরা যখন চলচ্চিত্রে কাজ করতাম, তখন আমাদের আয় হতো প্রায় ৫০ হাজার রুপি। পুরো ছবির জন্য ১-১.৫ লাখ টাকা পেতাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।