প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হিপ-হপ কিংবদন্তী এমিনেম জানিয়েছেন ২০০৭ সালে মাদকের ওভারডোজে তিনি মরতে বসেছিলেন আর সেই সময় থেকে তার মস্তিষ্ক আবার সক্রিয় হতে অনেকটা সময় লেগে গেছে।
সেই সময়টাতে তিনি ব্যবস্থাপত্রের অধীনে একটি ওষুধে (মেথাডন) আসক্ত হয়ে পড়েছিলেন। আর ২০০৭-এর ডিসেম্বরে তিনি বেশি ডোজে ওষুধটি গ্রহণ করে ফেলেন তাতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং তারপর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। এমিনেমর বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার পল রোজেনবার্গের (৫১) উপস্থাপনায় ‘পল পড পডকাস্ট’এমিনেম বলেন, আমার মস্তিষ্ক আবার সক্রিয় হতে দীর্ঘ সময় লেগে গেছে।
গায়ক জানান, মাদকাসক্তি কাটিয়ে ওঠার জন্য ‘প্রতি রাতে ৭৫ থেকে ৮০টি ভ্যালিয়াম’ গ্রহণ করতে হত। একই সঙ্গে তিনি তার ‘রিল্যাপ্স’ অ্যালবামের কাজ চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় ‘ডেট্রয়েট বাস্কেটবল’ গানটি লিক হয়। অদ্ভুত ব্যাপার যে, ঠিক কোন ভার্সনটি লিকি হয়েছিল তা বুঝতে পারছিলাম না, ২০টির মত ভার্সন ছিল। ভাবলাম ‘এটা তো ভাল লক্ষণ নয়’। এমিনেম বলেন, মনে পড়ে তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলে, দেখুন তার না ব্রেইন ড্যামেজ হয়ে যায়’? রোজেনবার্গ বলেন, হ্যাঁ, আমি ভেবেছিলাম স্থায়ী কোনও সমস্যা হতে পারে, আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। এমিনেম স্বীকার করেন এমন অবস্থায় ‘রিল্যাপ্স’ মাঝারি মানের হয়েছিল, তবে তার পক্ষে এমনটিই সম্ভব ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।