Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৭ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ১৪ আগস্ট স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মো. ইয়াহিয়া মাহমুদ (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩৭দিন পার হলেও এখনো ওই ছাত্রের সন্ধান মিলেনি। এ অবস্থায় উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়রি করার পর তার সন্ধ্যানে কাজ করছে বলে জানান থানা পুলিশ। জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর নওপাড়া গ্রামে মো. আবু রায়হানের ছেলে ইয়াহিয়া মাহমুদ মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত ১৪ আগস্ট সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সেদিন স্কুল থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে স্কুলে গিয়ে জানতে পারে সেদিন স্কুলেও যায়নি ইয়াহিয়া। পরে বিষয়টি নিয়ে গত ৫ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা আবু রায়হান। পরিবারের পক্ষ থেকে খুঁজাখুঁজি এবং থানায় সাধারণ ডায়েরি করার পরও নিখোঁজের ৩৭দিন পার হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি। এ অবস্থায় সন্তান হারানোর ব্যাথা নিয়ে বাবা-মা উৎকণ্ঠায় দিনযাপন করছেন।
নিখোঁজ ইয়াহিয়া মাহমুদের বাবা আবু রায়হান বলেন, তার সঙ্গে কারো বিরোধ নেই। অনেক খুঁজাখুঁজি করে থানা পুলিশকে জানানোর পরও আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। ছেলে কোথায় আছে কেমন আছে কিছুই বুঝতে পারছি না। ছেলেকে ফিরে পেতে পুলিশসহ সকলের সহযোগিতা চান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ছেলেটির সন্ধানে ছবিসহ দেশের সকল থানায় বার্তা দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ