বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার সোনাতলা উপজেলার মিলনের পাড়া পল্লীর তরনী বধু শারমিন আক্তার শিলা ( ১৮)
এর আত্মহত্যা প্ররোচনার মামলার তদন্ত নিয়ে
অবিশ্বাস ও সন্দেহ প্রকাশ করে মামলাটির তদন্তভার সিআইডি অথবা পিবিআইতে স্থানান্তরের দাবি করেছেন।
মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক
সংবাদ সম্মেলনে শিলার পিতা সেলিম রেজা এই আবেদন জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কন্যা শারমিন আক্তার শিলা গত জুন মাসে নিজ পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশি রিমন মিয়ার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তবে বিয়ের পর থেকেই শিলার শ্বশুর, শ্বাশুড়ি সহ পরিবারের অপরাপর সদস্যরা তার ওপর শারীরিক / মানষিক নির্যাতন চালাতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ২৯ আগষ্ট দুপুরে শিলার স্বামী রিমন মিয়া, শ্বশুর, শ্বাশুড়ি সহ আরও কয়েকজন মিলে ব্যাপক মারধর করে।
মারধরের এক পর্যায়ে তাকে হয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার অথবা আত্মহত্যা করার জন্য
চাপাচাপি করে।
এরফলে বাধ্য হয়ে তার মেয়ে শয়নঘরে রাখা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করতে
থাকলে পাড়াপড়শিরা ছুটে আসে।
প্রতিবেশিদের জোরাজোরিতে শিলাকে প্রথমে
সোনাতলা উপজেলা হাসপাতাল ও পরে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ আগষ্ট হাসপাতালে মারা যায় শিলা।
এই ঘটনায় ১ সেপ্টেম্বর সোনাতলা থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করা হলেও পুলিশের তৎপরতা মোটেও সন্তোষজনক নয়।
সংবাদ সম্মেলনে সেলিম রেজা বলেন
মামলাটির তদন্তভার সোনাতলা থানায় থাকলে যথাযথ তদন্ত ও ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়।
বিধায় মামলাটি তিনি সিআইডি অথবা পিবিআইতে হস্তান্তর করার জন্য কর্তৃপক্ষের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।