Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

২৬ হাজার জাল টাকসহ আটক একজন

মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারে থেকে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার তিতাস থানার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারকে মেহেদীর জালটাকা নোট সন্দেহ হলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) কামরুজ্জামান তালুকদার স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনার স্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ