বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু সময় আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন ওই রায় ঘোষণা করেন।
সোহাগ আলী সোনারগাঁ থানার সাহাপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে আসামি সোহাগ আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।