বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এম্বুলেন্স চালক, ওষুধ সংকট, প্যাথলজি যন্ত্রাদি বিকল, রেডিওগ্রাফির ফ্লিম সংকট, মেয়াদোত্তীর্ণ ডায়াবেটিস গ্লুকোমাচেক, রক্ত পরীক্ষা না করাসহ নানা সংকটের মধ্যে সাধারণ রোগীরা বিনামূল্যের সরকারি চিকিৎসা ও সেবাবঞ্চিত হচ্ছেনসহ নানা অনিময়ম ও দুর্নীতি নিয়ে গত ৫ ডিসেম্বর দৈনিক ইনকিলাবে ‘৫০ শয্যার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ফলে বিষয়টি নজরে আসে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও জেলা সিভিল সার্জন কর্মকর্তাদের। ঘটনা তদন্তে তাৎক্ষনিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় ডিজি ডাক্তার লোকমান আজাদ। এ সময় সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাসসহ বিভাগীয় কর্মকর্তাগণ। তারা হাসপাতালের বিভিন্ন প্যাথলজি যন্ত্রাদি সংকট ও ওষুধ সংকট বিষয়ে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাইদুল ইসলাম তা বাস্তবায়নের জন্য ৭ কর্মদিবসের সময় নেন। উক্ত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অন্যান্য সমস্যার সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এ সংবাদ প্রকাশের পর বিভাগীয় তদন্ত হওয়ায় স্থানীয় হতদরিদ্র রোগী ও সচেতন মহলের মধ্যে আস্থাশীলতা ফিরেছে বলে জানা গেছে।
এসব বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পণা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাইদুল ইসলাম বলেন, হাসপাতালে ওষুধ সংকট, প্যাথলজির নানা যন্ত্রাদির সংকট ও এম্ব্যুলেন্স চালকের গাফিলতি রয়েছে। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।