Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ পিএম

দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ থেকে তৃতীয়বারের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি অভিযোগে বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী বিগত দুবার আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ ১১ জন সদস্য প্রার্থীর মনোনয়ণপত্র বাতিল ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ১৫জন ও সাধারণ সদস্য পদে ৪৮জনসহ মোট ৬৭জন মনোনয়নপত্র দাখিল করেন।

রোববার মনোনয়ণপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৫জনের মধ্যে ২জন এবং সাধারণ সদস্য পদে ৪৮জনের মধ্যে ৯জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক জানান,আজ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এর জন্য নির্ধারিত ছিল। যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে আজিজুল ইমাম চৌধুরীসহ দুইজন সাধারণ সদস্য ঋণখেলাপি থাকায় এবং ৯জনের ফরমে ত্রুটি থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী জানান,নির্বাচন অফিস থেকে আমাকে মনোনয়ণপত্র বাতিলের কথা জানানো হয়েছে।তবে আপীলের সুযোগ আছে।আমরা আপীল করবো।

উল্লেখ্য, গত ১৫সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী আওয়ামীলীগের দুজন বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান(সদর)ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী এবং জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেনসহ চেয়ারম্যান পদে মোট চারজন মনোনয়নপত্র দাখিল করেন। একই দিনে সাধারণ সদস্য ১৩টি পদে ৪৮জন এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ