Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৩ পিএম

রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত রাজধানীর বনানী,পল্লবীসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তৃতা কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তফিজুর রহমান লিখন, জেলা ছাত্র ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালাচ্ছে। তাদের একটাই উন্নতি সামান্য বৃষ্টিতেই জমছে শহরে হাটুপানি। ১৭ টাকার চাল ৮০ টাকা, বিদ্যুৎ বিভ্রাট, ঘরে ঘরে চাকুরীর নামে তামাসা করেছে। আজ সারা দেশে বিএনপির নেতাকর্মীরা জেগে উঠেছে। সাধারণ মানুষ বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েছেন। এতে ভয়ে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে হামলা চালাচ্ছে। যে আশায় করছে তা কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। রাতের ভোটের চিন্তা করলে ভ’ল করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ