প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার ‘প্রেম পুরাণ’ সিনেমার গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও বেলাল খান। ‘তোর দিকে চলে যাব’ শিরোনামের গানটি লিখেছেন কলকাতার অধ্যায়ন ধারা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তিনিই। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে কণা বলেন, ‘গানটি ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’ বেলাল খান বলেন, ‘গানটি একটি ট্রেন্ডি গান। সিনেমার শুটিং শেষ, চিত্রায়ণ অনুযায়ী গানটি এক কথায় খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস এ গানটি বেশ জনপ্রিয়তা পাবে।’
বেলাল খান বলেন, ‘এর আগে আমি আর কনা সোনার চর সিনেমায় সর্বশেষ একসঙ্গে একটি গান গেয়েছিলাম। বেশ কিছুদিন পর আবারও আমরা একসঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিলাম। দারুণ একটি গান হয়েছে। গানের কথা ও সুর ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে। আর সিনেমার গল্পটিও ভালো। সবমিলিয়ে ভালো একটি কাজ দর্শক শ্রোতারা পেতে যাচ্ছে।’
জানা গেছে, ‘প্রেম পুরাণ’ সিনেমাতে গানটি দেখা যাবে শবনম বুবলী ও রোশানের লিপে। এরইমধ্যে ‘প্রেম পুরাণ’ সিনেমার শূটিং শেষ হয়েছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
উল্লেখ্য, কণা ও বেলাল খান সর্বশেষ মৌসুমী ও ওমর সানী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে গান গেয়েছেন। বেলাল খানের সুরে কণা প্রথম গেয়েছিলেন ‘কাগজের নাও’ গানটি। ‘সমুদ্রের নোনা জল’, ‘হৃদয়জুড়ে’সহ আরও বেশকিছু সিনেমায় কণা ও বেলাল খান একসঙ্গে প্লে-ব্যাক করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।