Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রনির অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ড গঠন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:০২ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দুই জনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের উন্নত চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, দুপুর ১টায় বোর্ডের সদস্যদের নিয়ে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আমরা বৈঠকে বসেছি। কীভাবে অভিনেতা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের উন্নত চিকিৎসা প্রদান করা যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্যই আমাদের এই বৈঠক।

জানা গেছে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম এই মেডিকেল বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন, ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হেদায়েত আলী খান, সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক ডা. আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মনির হোসাইন, সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ শায়েস্তা আলী খান, জুনিয়র কনসালটেন্ট ডা. বীণা সরকার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন। এ ঘটনায় তাদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে।

এদিকে এই ঘটনা তদন্তে জিএমপির ডিসি (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে গঠন করা হয়েছে চার সদস্য বিশিষ্ট কমিটি। কমিটিতে জিএমপির এডিসি (উত্তর) রেজনোয়ান আহমেদ, এসি (প্রসিকিউশন) ফাহিম আশজাদ ও মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ