Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছিয়েছে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:২৭ পিএম

পিছিয়ে দেওয়া হয়েছে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ। চলতি মাসে নয়, লিগ এখন মাঠে গড়াবে আগামী মাসে। এমন তথ্য লীগ কমিটির।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, চলতি মাসের ২৫ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশন লিগ-২০২২ শুরু হবে। তবে লিগ কমিটি বলছে, আগামী ৬ অক্টোবরে থেকে শুরু হবে লিগ। কয়েকটি ক্লাবের ‘অনুরোধের প্রেক্ষিতে’ লিগ শুরুর তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে লীগ কমিটি।

মূলত গতকাল শনিবার বিকালে জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনে জরুরি বৈঠকে বসে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটি। এই সভাতেই লীগ শুরুর তারিখ পেছানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

লীগ কমিটির সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির সদস্য মো. সিরাজ উদ্দিন, দীপাল কুমার সিংহ, রিয়াজ উদ্দিন হেলাল, এহতেশামুল হাসান লয়েছ, মো. আজাদুর রহমান চঞ্চল, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সদস্য সচিব মিলাদ আহমদ ও সহকারী সদস্য সচিব রুবেল আহমদ নান্নু প্রমুখ। এ ছাড়া গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, সিলেট ইউনাইটেড ক্লাব, কসমস ক্লাব, জনতা স্পোর্টিং ক্লাব, টিলাগড় স্পোর্টিং ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়াচক্র, লাউয়াই স্পোর্টিং ক্লাব, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়াচক্রের প্রতিনিধিরা ছিলেন সভায়।

সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ১০টি ক্লাব অংশগ্রহণ করবে। লীগের ব্যবস্থাপনায় রয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ), পরিচালনায় প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটি। লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ