Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো সুমাইয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৪ এএম

বাড়িতে বাবার লাশ, অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে তার বাড়ি। কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন সুইটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) ছিল তার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা।

সুমাইয়ার বাবা আবুল কাশেম ছিলেন গাড়ি চালক। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার বড়।

কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুমাইয়া ভালো শিক্ষার্থী। পাশাপাশি একজন ভালো সংগঠক। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে সুমাইয়ার বাবা আবুল কাশেম মারা যান। সকালে পরীক্ষা দিবে কি-না তা নিয়ে সংশয় দেখা দেয়। নিজেকে সামলে নিয়ে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে চৌয়ারা গালর্স স্কুলের কেন্দ্রে পরীক্ষা দেয়।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। তিনি বলেন, ‘আমি যখন জানতে পারি, মেয়েটি বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে এসেছে। তখন হলে কর্তব্যরত শিক্ষকদের বলেছি, মেয়েটি যেন নার্ভাস না হয় সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।’

কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়া জানান, ‘বাবার স্বপ্ন ছিল আমি যেন শিক্ষক হই। বাবার স্বপ্ন পূরণে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাই। আমার জন্য দেওয়া করবেন। যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ