Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ১০ বছরের পুরান মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে - বিচারপতি জাহাঙ্গীর হোসেন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৫ পিএম

মাগুরার ১০ বছরের পুরাতন সকল মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শনিবার মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন ।

আদালতগুলিতে মামলা জট কমিয়ে আনতে খুলনা বিভাগের এ সংক্রান্ত মনিটরিং কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বিচার প্রার্থীদের যেন বছরের পর বছর আদালতে না ঘুরতে হয় সেজন্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। কমিয়ে আনতে হবে মামলা জট।

বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মশিউদ্দৌল্লাহ রেজাসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ