বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে বসতঘর মেরামত করতে গিয়ে তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বরগুনা সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়ভোগ কদমতলা গ্রামের জলিল মিয়ার পুত্র রবিউল ইসলাম, কদমতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে হেলাল ও একই গ্রামের মৃত্যু শাহজাহানের পুত্র বেলায়েত। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নিজামুদ্দিনের ছেলে আরিফ। বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনরা জানান, নিহত হেলাল আট বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে নিজেদের পুরাতন বসতঘর মেরামতের জন্য কাজ শুরু করেন। কাজের সহযোগিতার জন্যে মামাতো ভাই বেলায়েতসহ আরো দুজনকে সাথে নেন। একপর্যায়ে ঘরের বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে ঘরের টিনের চালে পরলে ৪ জন একসাথে বিদ্যুৎস্পৃৃষ্ট হন। পরবর্তিতে তাদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে একজনকে নিবিঢ় পর্যবেক্ষণে রাখেন।
এ বিষয়ে ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন বলেন, দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে আমি ফায়ার সার্ভিসকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। চারজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত ডাক্তার তিনজনকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।