Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলায় ৪ শিক্ষক বহিষ্কার

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বরুড়া উপজেলায় এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে গতকাল ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ও ১ শিক্ষার্থীকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষকরা হলেন, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত, মুগগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল হোসেন, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল আউয়াল ও হাসান সাঈদ, শিলমুড়ি রাজ-রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয় চন্দ্র দে। একই কেন্দ্রের শিক্ষার্থী আরমান হোসাইন উজ্জ্বলকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বলেন, পরীক্ষায় অসদোপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ