Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৪ পিএম

কুমিল্লার সাংবাদিক নেতারা বলেছেন, হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতার মতো সমস্যার কারণে নিষ্প্রভ হয়ে পড়ছে প্রকৃত সাংবাদিকতার ক্ষেত্র। এথেকে উত্তরণের জন্য পেশাদার সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। গণমুখী সাংবাদিকতার গুরুত্বকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা দিতে হলে এ পেশার মানোন্নয়নে সাংবাদিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকতাকে সত্যিকার অর্থে কল্যাণমুখী করতে সংগঠনগুলোকে সঠিক নেতৃত্বের পথে এগুতে হবে। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নতুন নেতত্বকে বস্তুনিষ্ঠ-গঠনমূলক সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে।

শনিবার দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। বার্ষিক এ সাধারণ সভায় সংগঠনের সকল সদস্য অংশ গ্রহন করেন। সাংগঠনিক পর্বে সংখ্যাগরিষ্ঠ সদস্যের কন্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে সভাপতি, সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি সৈয়দ আহমেদ লাভলু, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক সোহাগ, দপ্তর সম্পাদক ফারুক আজম, প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক মারুফ কল্প, সমাজ কল্যান সম্পাদক সামছুল আলম রাজন, নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস, দেলোয়ার হোসেন জাকির, খালেদ সাইফুল্লাহ ও নেকবর হোসেনসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ